খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার)সকাল থেকে উপজেলার ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহঃশিক্ষক লাবু মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুসহ
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,কাকড়াজান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক।
এছাড়াওঅনুষ্ঠানে,কাকড়াজান ইউনিযন বিএনপির আহ্বায়ক আমির হামজা,যুগ্ম আহ্বায়ক ও
ইন্দারজানী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মতিয়ার রহমান(বিপ্লব সরকার),নোমান সিকদার,লায়লাস, শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক,মেনেজিং কমিটির সদস্যবৃন্দসহ প্রায় ৪ শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠানে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি সভাপতি হিসেবে উপস্থিত না থাকায়, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফর রহমান বিএসসি, বিএড এর সভাপতিত্বে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :