সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন /
সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা:

১। মো. ছানোয়ার হোসেন (৫৪) – সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা।২। মো. আবু মুসা আনসারী (৫৬) – সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ।৩। মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮) – সহ-সভাপতি, ৪০ নম্বর ওয়ার্ড, ভাটারা থানা আওয়ামী লীগ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯ নম্বর রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মিঠুন ফকির (২৮) হামলার শিকার হন।

এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় মো. সালাউদ্দিন সালেক এজাহারভুক্ত আসামি, আর সাবেক এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হন।

পুলিশের বিশেষ অভিযানে শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১১:৩০ থেকে রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৩:৩০ পর্যন্ত

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারীকে।

ছুলমাইদ এলাকা থেকে গ্রেফতার করা হয় সালাউদ্দিন সালেককে।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।