ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার গাবতলী পূর্বপাড়া গ্রামে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪/০৬/২০২৩ তারিখ ০৯.৩০ ঘটিকার সময় র্যাব-১২,সিপিসি-৩ বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার গাবতলী থানাধীন ০৮নং মহীষাবান ইউনিয়নের অর্ন্তগত মহীষাবান পূর্বপাড়া গ্রামের বড়কির ভিটা বাজারস্থ জনৈক মোঃ মোস্তাফিজার এর সারের দোকানের সামনে ইটের খোয়া বিছানো রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরাফাত হোসেন (১৯), পিতা- আব্দুর রহিম, সাং- মহিষাবান (মাস্টার পাড়া), থানা- গাবতলী, জেলা-বগুড়া’কে ৩৮৫ পিচ ইয়াবা, ০১টি মোবাইল ও ০১টি সীমসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাবতলী থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।