এনায়েতপুরে মাওলানা শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


admin প্রকাশের সময় : মে ৩০, ২০২৩, ২:০৯ অপরাহ্ন /
এনায়েতপুরে মাওলানা শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ওয়াজ মাহফিলে কেচ্ছাকাহিনী শুনানো কথিত মাওলানা শহীদুল ইসলাম (৫২) ধর্মীয় আদর্শ বিক্রি করে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ-এর নামে সাধারণ মানুষ কে সম্পৃক্ত করে দশ বছর মেয়াদী ডিপিএস নামক সঞ্চয়পত্র খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।বিশ্বনাথপুর কাইজা ঈমান আলী (৭০) নামক একজন গ্রাহক ২০১৮ সালে হজ্জ করাবে মর্মে দশ মেয়াদে বাৎসরিক ৫৬০০ (ছাপ্পান্নো শত টাকা) করে মোট ৬৪,৪৬২/=টাকা গ্রহণ করে। উক্ত ব্যক্তি হ্জ্জ না করতে পারলে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. লিঃ লাভ সহ ৩,০০০০০ (তিন লক্ষ টাকা) পরিশোধ করিবে। তের বছর পার হলেও হজ্জ তো দুরের কথা আসল টাকাই পরিশোধ করিতে বিভিন্ন তারিখ ও সময়ে ঈমান আলীকে হয়রানী করছে। অফিসে গেলে মাঠকর্মী কথিত মাওলানা শহীদুল ইসলাম (সাং-বিশ্বনাথপুর কাইজা পোস্টঃ খুকনী-৬৭৭০ থানাঃ এনায়েতপুর, জেলাঃ সিরাজগঞ্জ) কে সঙ্গে নিয়ে আসতে বলে তাকে ছাড়া একটা টাকাও পরিশোধ করা হবেনা মর্মে অফিস জানায় এহেন পরিস্থিতে মাওলানা সাহেব গ্রাহকের সঙ্গে দিনের পর দিন বিভিন্ন ছলছাতুরি ও তালবাহানা শুরু করে। ঈমান আলী টাকার জন্য বাড়ীতে গেলে হুমকী ধামকী এমন কি তার ছেলে ইউসুফ আলী (৩০) ঈমান আলী কে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়ে।এ বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স বেলকুচি উপজেলা শাখার ইনচার্জ ইউসুফ আলী জানান, ডিপিএস এর টাকা কবে নাগাদ দেওয়া হবে সঠিক বলতে পারিনা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি টাকাও কারও মেরে খাবেনা, গ্রাহককে সমস্ত টাকা বুঝে দেওয়া হবে, একটু সময়ের ব্যাপার। এ বিষয়ে মাওলানা শহীদুল ইসলামের বিরুদ্ধে ঈমান আলী এনায়েতপুর থানায় গত ২৯/০৫/২০২৩ইং তারিখে একটি লিখিত অভিযোগ করে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান (জুয়েল) বলেন, মাওলানা শহীদুল ইসলামের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।