চীনের উইঘুর মুসলিম জাতীর উপর নির্যাতন বন্ধের দাবীতে আলোকিত ফাউন্ডেশন এর উদ্যোগে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধিঃ
আজ চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে আলোকিত ফাউন্ডেশন এর উদ্যোগে খুলনার শিববাড়ী মোড়ে বিকাল ৪ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আলোকিত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর জেপি,র সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোঃ শাহীন হোসেন সজিব, হাফেজ মোঃ জহির, সাংবাদিক জি আজম ফয়সাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর সানা, সাংবাদিক সোহেল সরদার প্রমুখ। সভাপতিত্ব করেন ও সমাপনি বক্তব্য দেন আলোকিত ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও সভাপতি জি, এম আব্দুর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্ব যখন মানবাধিকারের ব্যাপারে স্বোচ্চার, তখন চীন সরকার তার দেশে থাকা সংখ্যা লঘু ধর্মপ্রান উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর জাতিগত নিধন চালাচ্ছে, অসংখ্য মা-বোনের অনিচ্ছাকৃত গর্ভপাত ঘটাচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, অবিলম্বে জাতিসংঘ, ওআইসি সহ সমগ্র বিশ্ব সংস্থা কে উইঘুর মুসলিম সম্প্রদায়ের জাতিগত নিধন বন্ধে জোরালো ভুৃমিকা রাখতে হবে। প্রয়োজনে চীন সরকার ও চীনের উৎপাদিত সকল পন্য বয়কট করতে হবে।
আপনার মতামত লিখুন :