বাবা হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে গ্রেফতার


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ২:২৯ অপরাহ্ন /
বাবা হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে গ্রেফতার


সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) দুপুরে অভিযান চালিয়ে ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত জানান, ঘটনার পর থেকে পলাতক ওয়াহেদকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় সাগরদিঘী বাজার এলাকায় অবস্থান করে তাকে আটক করতে সক্ষম হই।

উল্লেখ্য গত রবিবার(২৫ ফেব্রুয়ারী) রাতে তার বাবা আব্দুস সামাদ(৫৫) কে নিজ বসতবাড়িতে হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামি ছিলেন ওয়াহেদ।

এ ব্যাপারে বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান হত্যা মামলার অভিযুক্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে