অনলাইন প্লাটফর্ম তোলপাড় মিউজিক ভিডিও


admin প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন /
অনলাইন প্লাটফর্ম তোলপাড় মিউজিক ভিডিও

মিলন শাহরিয়ার জয়:-

অনলাইন প্লাটফর্ম তোলপাড় করা মিউজিক ভিডিও। সম্প্রতি পলক হাসান সুমনের সুরে গানটি অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে রেকর্ড গড়েছে।

টিকটকে কয়েক লাখ মানুষের, টিকটক ও রিলস্ ভিডিওসহ গানটি বার্নাবি রেকর্ডস ইউটিউব চ্যানেলে গানটি মাত্র ১ মাসে ১ মিলিয়ন মানুষের ভালোবাসা কুড়িয়েছে এবং সারাদেশে বেশ সারা তুলেছে গানটি।

সালাউদ্দিন সাগরের লেখা,গানটি মিউজিক করেছেন-আর এম তাওহীদ। 

মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন রোহান বেলাল। এছাড়া চিত্রগ্রাহক হিসেবে ছিলেন ও সম্পাদনা এবং রঙ বিন্যাস করেছেন

 জানতে চাইলে “আর এম তাওহীদ” বলেন কালাচাঁন কাজটির বেশ প্রশংসা কুড়িয়েছে, গানটির কথা ও সুর চমৎকার, তাছাড়া এ গানটি অসাধারণ গেয়েছেন। সবাই এই গানটিতে ভালো পারফরম্যান্স করেছে। তবে কাজটি খুব কম সময়ে করা, তবুও সব মিলিয়ে কাজটি ছিল মনে রাখার মত। সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাকে দিয়ে কাজটি করানোর জন্য বার্নাবি রেকর্ডস এর ব্যবস্থাপনা পরিচালক প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।