সখীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
খাঁন আহম্মেদ হৃদয় পাশা
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ(৩১ জুলাই)সোমবার বিকেলে উপজেলা মাঠে এ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনালে কাদেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপে বেড়বাড়ী খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বুগলীচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, প্রফেসর আলীম মাহমুদ, ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, দুলাল হোসেন,উপজেলা ইউসিসিএ লিঃ চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :