আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড!


admin প্রকাশের সময় : মে ৯, ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন /
আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড!

ডেস্কঃ অস্ত্র মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৪-এর বিচারক মুর্শিদ আহমেদ আজ মঙ্গলবার এই রায় দেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেম বলেন, পলাতক আসামি আরাভ খানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

রবিউলের বিরুদ্ধে এই মামলায় ১০ সাক্ষীকে আদালতে হাজির করা হয় । রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এ কে এম সালাহউদ্দিন।